এটা বাবাদের গল্প, বাবারা কেন এমন হয়


প্রতিদিনের মত আজো সূর্যটা ঠিক পূর্ব দিকে উঠেছে...!!ঠিকমতই কিরন দিচ্ছে..!কিন্তু আজ সকালে বাড়ির কারো নাস্তা বানানোর দিকে খেয়াল নেই....!!!আজ কেন জানি পখিরাও ডাকছে না....!!! কিন্তু আজ আর প্রতিদিনের মত এ বাড়িতে বাচ্চারা হইচই করে না...!!!যে বাচ্চাটা প্রতিদিন কেদে ঘুম থেকে উঠত সেও আজ কাদেনা...!!!আজ আর বাড়িতে কেউ নামাজের জন্য ডাকে না...!!আজ প্রতিদিনের মত মা আর স্কুলে যাওয়ার জন্য বকে না...!!!খাচাটায় টিয়া পাখিও যেন আজ বোবা হয়ে গেছে...!!!বাড়ির কারো মুখে কোন হাসি নেই কারন...!!!আজ এই বাড়ির অভিভাবক মানে আমার বাবা মারা গেছে...!!!রাত তিনটায়...!!আমার রাগি মাটায় আজ নিরব হয়ে গেছে...!!!আমার পাষাট ভাইয়াটা আর ভাবিটা আজ নিরবে চোখের জল ফেলছে....!!!আজ মনে পড়ছে বাবার ছোট বেলার কথা...!!!!আমি ছিলাম পরিবারের ছোট ছেলে বাবা আমায় খুব ভালোবাসতো...!!!আমার মা আমায় খুব শাসন করতো আর আমার বাবা সব সময় আমার পক্ষে কথা বলতো...!!!জিবনের প্রথম শিক্ষা টা বাবার কাছ থেকে পেয়েছি..!!!আদর ভালোবাসা মায়া দিয়ে নিজের জিবন বিসর্জন দিয়ে আমাদের বড় করে আজ তিনি বহু দূরে চলে গেলেন...!!!নিঃস্বার্থভাবে ভালোবাসলেন আমাদের কিন্তু আমরা কিছুই করতে পারলাম না...!!!বড় ভাইটা তার প্রতিদান হিসেবে বাবা মরার আগে বড় ভাইটুকে দেখে যেতপ পারলো না...!!!ভগ্যের কি নির্মম পরিহাস বাবা অসুস্থ কথা জেনেও ভাইটা আমার বাবাকে দেখতে আসলো না...!!!যেদিন সকালে আসলো তার তিন ঘন্টা বাবাটা শেষ নিশ্বাস ত্যাগ করলো...!!!শেষ কষ্টটা নিয়ে বাবাটা আমার মারা গেলো...!!!উঠানে লাশের খাটটা রাখা আছে...!!!মা আজ বোবা হয়ে গেছে...!!!পাষান ভাইটা কাদে আর বলে বাবা আমায় মাফ করে দাও...!!!!একের পর একেক মানুষ আসে সবাই বাবাকে দেখে যায়.....!!!কিছুখন পর বাবাকে গোসলে নেওয়া হলো....!!!তারপর জানাজা দিয়ে নিষ্ঠুর মানুষের মত বাবাকে অন্ধকার কবরে রাখা হলো....!!!!আজ তাকে একাই রেখে আসলাম...!!!অথচ সেই বাবাটা সারাজিবন আগলে ধরে আমাদের কত কষ্ট করে মানুষ করেছে...!!কত ত্যাগ করেছে আমাদের জন্য....!!!!এটাই হয়ত একটা বাবার জিবন....!!!!প্রতিটা বাবার জিবনের পিছনে লুকিয়ে থাকে তার ত্যাগ তিতিক্ষা এবং ভালোবাসা....!!!

Comments