হেয়ার স্পা ক্রিম, নিজে তৈরি করে নিন সহজে

হেয়ার স্পা ক্রিম চুলের জন্য কতটা উপকারী তা সবাই জানেন। কিন্তু বাইরে যে স্পা ক্রিম গুলো কিনতে পাওয়া যায় সেগুলোর দাম ৫০০-৫৫০ টাকা থেকে শুরু। দামী হলেও সেগুলো অনেক ক্যামিকেল যুক্ত থাকে যা চুলের জন্য ক্ষতিকর। তাই আজ আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঘরে বসে খুব কম খরচে ন্যাচারাল উপাদান ব্যবহার করে হেয়ার স্পা ক্রিম তৈরী করা যায়।
☞হেয়ার স্পা ক্রিম তৈরী করতে যা যা লাগবে :
★নারিকেলের তেল ২ চামচ 
★১ টা বড় পেয়াজের অর্ধেক টার জুস বা রস
★ভিটামিন ই ক্যাপসুল ৬ টা
★গ্লিসারিন ১ থেকে দেড় চামচ 
★এলোভেরা জেল ২ চামচ 
★মধু ১ চামচ 
★১ লেবুর অর্ধেক টা রস
★আমলা পাউডার ১ চামচ 
★দারচিনি পাউডার ১/২ চামচ 
★ এ্যাপেল সিডার ভিনেগার ২-৩ চামচ।
☞সব গুলো উপাদান খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। ( নারিকেলের তেল টা জমানো হলে মিশ্রণ টা একটু থিক হবে। তবে তেল টা নরমাল থাকলেও সমস্যা নেই। সেক্ষেত্রে এলোভেরা জেল টা একটু বাড়িয়ে দিতে পারেন)
ব্যাস তৈরী হয়ে গেল হেয়ার স্পা ক্রিম। এই ক্রিম টা ১ মাস পর্যন্ত সংরক্ষন করতে পারবেন।
☞এবার হেয়ার গুলো ছোট ছোট সেকশনে ভাগ করে হেয়ারের গোড়ায় ভাল করে ম্যাসাজ করতে হবে। তারপর পুরো হেয়ারে লাগিয়ে নিতে হবে। ১ থেকে দেড় ঘন্টা পর শ্যাম্পু করে নিতে হবে।
☞স্পা ক্রিম ব্যবহারে হেয়ার হবে স্মুথ, সিল্কি এবং মজবুত। এই স্পা ক্রিম টা সবাই ব্যবহার করতে পারবেন এমনকি কালার করা হেয়ারেও ব্যবহার করা যাবে। প্রথম বার ব্যবহারেই সবাই পার্থক্য টা দেখতে পাবেন।

Comments